হোসাইন বাবার শান (ইসলামিক কবিতা)

0

হোসাইন বাবার শান (ইসলামিক কবিতা)

হোসাইন বাবার শান
– শাওন হোসাইন

হোসাইন প্রেমের সুধা পান করেছে যারা,
তারায় আছে জান্নাতে নাই কোন দ্বিধা।
হোসাইন প্রেমের প্রেমিক হতে,
মুর্শিদ প্রেমে ফানা হও।

হোসাইন প্রেমের প্রেমিক যারা,
জান্নাত খুঁজে না তারা।
দেখতে পাবে জান্নাত -জাহান্নাম
তোমার পায়ের নিচে,
মোহাম্মাদ হোসাইন একই-
মোকামে দেখতে চাস যদি,

একজন মুরশিদের চরনে-
লুটাইয়া দে মাথা দেখতে পাবি সবি।
ধ্যানের ঘরে বইসা দেখি,
মনের রাজ্যে বইসা
আছেন তিনি।
কারবালার মাঠে জীবন উৎসর্গ করে
ধর্ম বুঝালেন যিনি।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here