শরিয়ত ও মারেফতের ভাষায় কিছু শব্দার্থ।
১/ হজ্জ্ব শরিয়তের অর্থে = কাবা দর্শন করা।
হজ্জ মারেফতের অর্থে = আত্মা দর্শন করা।
২/ যাকাত শরিয়তের অর্থে = ধন বিলিয়ে দেওয়া।
যাকাত মারেফতের অর্থে = আমিত্ব ত্যাগ করা।
৩/ সালাত শরিয়তের অর্থে = স্মরন করা।
সালাত মারেফতের অর্থে= সংযোগ তৈরি করা
৪/ সিয়াম শরিয়তের অর্থে = সংযম হওয়া।
সিয়াম মারেফতের অর্থে = মোহ হতে বিচ্ছিন্ন হওয়া।
৫/ নামাজ শরিয়তের অর্থে = পাচ ওয়াক্ত সালাত আদায় করা।
নামাজ মারেফতের অর্থে = দায়েমী সালাত প্রতিষ্ঠা করা।
৬/ জিকির শরিয়তের অর্থে = শ্রষ্টাকে স্মরন করা।
জিকির মারেফতের অর্থে = আল্লাহর স্বত্বায়। মিলন হওয়া।
৭/ মোনাজাত শরিয়তের অর্থে = শুধু চাওয়া আর। পাওয়া দিয়ে সীমাবদ্ধতা।
মোনাজাত মারেফতের অর্থে = হে আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি যেন তোমার হয়ে যাই।
৮/ শরিয়তের মূল ইবাদত মানে = শুধু নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া।
৯/ মারেফতের মূল এবাদত মানে = শুধু ধ্যান মোরাকাবার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভভ করা।
১০/ শরিয়তের মূল চাওয়া অর্থে = শুধু স্বর্গের স্বাধ ভোগ করা।
১১/ মারেফতের মূল চাওয়া অর্থে = আপন মোর্শেদের প্রেমে ফানা হয়ে যাওয়া।
১২/ কোরবানী শরিয়তের অর্থে = পশু জবাই করা আর পেট ভরে গোস্ত খাওয়া।
কোরবানী মারেফতের অর্থে = নিজের ভিতরের পশুকে হত্যা করা।।
১৩/ জিহাদ শরিয়তের অর্থে = নাস্তিক উপাধি দেওয়া আর জীবন্ত মানুষ হত্যা করা।
জিহাদ মারেফতের অর্থে = নিজের ভিতরের কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার ইত্যাদি কে নিয়ন্ত্রণ করা।
মহানবী সাঃ বলেছেন-
“শরিয়ত আমার নির্দেশবলী।।।
মারেফত আমার মূল রহস্যভেদ।”