বাংলা মিলাদ-কিয়াম শরীফ (সম্পূর্ণ) পড়ার নিয়ম কানুন
মিলাদ শরীফ আরম্ভ
আউজুবিল্লা-হি মিনাশ শায়তানীর রাজীম, বিছমিল্লাহির রাহমানির রাহিম।
মা-কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রেজালিকুম ওয়ালাকির রাসুলুল্লাহি ওয়া খা-তামান নাবিইনা ওয়া কনাল্লাহু বে কুলী। শাই-ইন আলীমা।। ইন্নাল্লাহা অ-মালায়িকাতাহু ইউছানা আলান্নাবী, ইয়া আইউ হালাজিনা আমানুছালু আলাইহে ওয়া ছাল্লেম তাছলিমা। পড়িয়া দরূদ শরীফ কয়েকবার পড়িবে।
দরূদ শরীফ:
আল্লাহুম্মা ছল্লে আলা মােহাম্মদ, ওয়ালে আলে ছাইয়েদেনা মােহাম্মদ আউয়ালে আখেরে নবী মােহাম্মদ জাহেরে বাতেনে নবী মােহাম্মদ। আরশে রাখিল নাম আহম্মদ জমীনে রাখিল নাম মােহাম্মদ। এমন এতিম তুমি বানাইয়া মদীনারাে রওজা পাকে শুইলা। এমন গােনাগার আমি হইলাম, একদিন না তােমার দেখা পাইলাম। দুনিয়ারাে মহব্বতে পড়িয়া আল্লাহ নবীর ইয়াদ গেলাম ভুলিয়া ছোবাহান আল্লাহ……… ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দোজাহানের বাদশা তুমি আল্লাহু। আল্লাহু আল্লাহু মুছা (আঃ) কান্দে কুহেতুর আল্লাহু-আইয়ুব (আঃ) কান্দে বিমারেতে আল্লাহ।
বাংলা দরূদ ও গজল
গাওরে মুসলিমগণ নবী গুণ গান, নবীর এশকেতে জেন্দা ছতুনে হান্নান। নবীর জন্যেরে বিল্লাল দেওয়ানা কান্দিয়া ছাড়িলেন বিল্লাল মদিনা। ছােবহান আল্লাহ আল হামদুল্লিাহ, লা ইলাহা ইল্লাল্লাহ (২) হরদম জবানছে নেকালাে লা ইলাহা ইল্লাল্লাহ। নুরে খােদা নূরে রাছুল নুর মােহাম্মদ ছাল্লাল্লাহ।
তাওয়ালাদ শরীফ
আল্লাম্মা আরাদালাহু তায়ালা লুকরাজাল হাকীকাভেল মােহাম্মাদিয়াহ। ওয়া এজাহারাজমাও অরুহাম বেছরাহাতিহি আমায়ানাহ। নাকারাহু এলা মাকাররিহিবী মেন ছাদফাতে উপদলথপদত্যয় আমেনাতেজ বাহরিয়াহ অ খঅচ্ছাহাল কারিমুল মুজিযুবে আনতাকুনা উম্মাল লে-মােস্তফা, অনুদীয়া ফিছ ছামাওয়াতে ওলাল আরদে বেহাম লেহালে আনােয়াবিহীজ যাতিয়াহ অছাবা কুলল ছাব্বেল লেহবুবে নাছিবে ছাবাহ। অকুদ-ছিয়াতে আরদে বায়াতে তুলােজাদ বেহা মেনান নাবাতে ছলালান ছুন্দুছিয়াহ অ আয়ানাতেছ ছেমারাে অ আদনাশ শাজারু লেল জানি জানি জানাহ। আতানা কাত বেহমালিহিবী কাভ বেহমালিহিবী কুল্লো দাব্বাতেন বে কোরাইশীন বে ফেছাহেল আলছেনিল আরাবিয়াহ। অখররাতেল আছির তাব। শায়াত অহশুল মাশারেক ওহাল মাগরেবে অদাওব্বেহাল বাহরিয়াহ।
অত্রহ তাচ্ছাতেল আওয়ালেমু মিনাছ ছুরবে কা আছাহুম ইয়াহ অ বাশ্বেরাতেল জেন্নে বে আজলালে জামালিহি ওয়ান তুহ কাতেল কাহানাতে অ রাছেবাতের রাহেবী বানিয়াছ। ওয়ালে হাজা দেখাবরিহি কুল্লু হেবরেন খাবিরিল অফিহুল্লা হুছনিহি তাহ। আউতিয়া উন্মুহু ফিল মানামে ফাকিলা লাহা ইন্নাকে কাদুহামালাতে বে ছাইয়েদেল আলামিনা অ খাইরেল বাবিয়াহু। ফা ছাম্মিহি এজা ও লাদারতেছি মােহাম্মাদান ফা আল্লাহু ছাতহু মাদুওক্কু বাহ।
দরুদ শরীফ
আল্লাহুম্মা ছাল্লে আলা ছাইয়েদেনা মােহাম্মদ, ওয়ালা আলে ছাইয়েদেন মাওলানা মােহাম্মদ, আল্লাহুমা ছাল্লে আলা মােহাম্মদ, আল্লার নুরে নুর মােহাম্মদ ছাল্লে আল্লা মােহাম্মদ। আশেকের মাশুক নবী ছাল্লে আলা মােহাম্মদ।
তাওয়ালাদ শরীফ
আল্লাম্মা তাম্মা বিন হামলেহী শাহারানে আলা মাশহুরেল আর্ক ওয়ালেল মারবিয়াহ। তুরাফফীয়া বেল মাদানীতেশ শরিফাতে আবহু আবদিল্লা আ কানা কাদেজ তাজাবে আখ ওয়ালেহী বানী আদীম মেনাফ তয়েফাতেন নাজ্জা রিয়াহ। অমাকাছা ফিহন শাহারান ছাকি মাইয়ানূ না ছুকমাহু অ শাকেয়াহ আল্লাম্মা তাম্মামিন হামালিহি লেজ্জমানে আইয়া, জালিয়া আনহু ছাদাহ, হাদারাত উম্মুহ লাইলাহা মাউলিদিহি আছিরাতু অমার-ইয়াম ফিনেছাওয়াতেম যেনাল হাজিরাতেল বুদছিয়াহ। অখাজহােল মাখাজু ফা আলাদাতহু আলাইহি আছাল্লামা। ছল্লালিহু আলাইহি অছাল্লামা নুরাই ইয়া তায়ালা লা উছানাহু। ছাল্লালাহু আলা মােহাম্মদ ছাল্লালাহু আলাইহে আছাল্লাম (২) বলিয়া কেয়াম করিবে:- নবী তুমি, সকল নবীর ইমাম, ছালাম তােমার নবী সকলের ছালাম।
কিয়াম ও ছালাম।
- ইয়ানবী ছালাম আলায়কা, ইয়া রাসুল ছালাম আলায়কা, ইয়া হাবীব ছালাম আলায়কা, ছালাওয়াতুল্লাহ আলায়কা।
- তুমি হে নবী নামােয়ার, বাদশা হায় দীন দুনিয়ার উম্মত সবে মােরা গােনাগার, ডাকি হে তােমায় বারে বার।
- উঠিল ইসলামের বাণী, ঘুচিল দুঃখ রজনী, করিল জগত নুরাণী, আমেনার নয়ন মনি।
- এতিম করিলা যারে বাদশাহী দিলা তাহারে আবদুল্লাহ। জীর্ণ কুটিরে, আমেনার বিবির উদরে।
- তুমি যে মােদেরই নবী, আমরা সকলে পাপী হাশরে তােমাকে চাহি ছালাওয়াতুল্লাহ আলাইকা।
- হে নবী তােমাকে ছালাম, বংশধর আছহাব তামাম। মােহাম্মদ (দঃ) তব মধুর নাম ছালাওয়া।
- করিলা ইসলাম প্রচার, সহিলা কত অত্যাচার, শহীদ দান্দান তােমার, করিল মক্কার কুফফার।
- করিলা ইসলাম প্রচার, না ধরিয়া লৌহের তলােয়ার আদর্শ দেখিয়া তােমার, ঈমান আনিল কোফ্যার।
- আরবের মরুর ভালাে দ্বাদশ রবিয়ালে এসগাে করি সকলে ছালাম নব হেল্লাহে।
- তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ও ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবিত সবই, ইয়া নবী ছালামু…..
- নবী না হয়ে দুনিয়ায়’ না হয়ে ফেরেস্তা খােদার, হয়েছি উম্মত তােমার, তার তরে দরুদ হাজার বার। ইয়া নবী ছালামু…..
- জিব্রাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দোয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার ও দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা, ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়া তুল্লাহ আলাইকা।
বসিয়া পড়িবে
ইয়া রাব্বে ছাললে অ-ছাললেম দায়েমান আবাদান, আলা নাবীয়েকা খাইরিল খাল্লাকে কুললেহিম। বালাগাল উলা বে কামালেহী কাশাফাদ্দোজা বেজমালেহী। হাছুনাত জামিউ খিছালেহী, ছাল্লু আলাইহে ওয়া আলিহী।
মােনাজাত
আল্লাহ মাগ ফেরলী অলেমান কালা লা-ইলাহা ইল্লাল্লাহু মােহাম্মাদুর রাছুলুল্লাহে অ-জামিউল মূছলেমন অমােছলেমাত আল-মােমেনীনা আল মােমেনাতে লাইয়াগ ফের ইল্লা আনতা। আল্লাহুমা ইয়া জাল-জজুদে অল একরাম ইন্নিয়াচ্ছাতু ইলাইকা বেতেলােয়াতেল কোর আনেল মজিদ অলমাউলুদে আল্লান্নাবীয়ে ফাতা কাব্বেল মিন্নি ইয়াকাজীয়াল হাজত দাফিয়াল যালিয়তে ইয়াহুল্লাল মােশ কেলাভ ইন্নাকা আতাহু জামিউল আলিম। আমিন আমিন, ছুম্মা আমিন লা-ইলাহা ইল্লাল্লাহু মােহাম্মাদুর রাছুলুল্লাহ।
তারপর: বাংলাতে দয়াল নবী হইতে আরম্ভ করিয়া আম্বিয়া, আওয়ালীয়া মােমেন বান্দাগণ ও মা বাপ। আত্মীয় স্বজন ও সকলের জন্য দোয়া করিবে।।
বিনীত:
মাওলানা সামসুদ্দীন আহমদ
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল