পীর ওলিগণ শাফায়াত করিতে পারিবেন কিনা? তাহার দলিল।

পীর ওলিগণ শাফায়াত করিতে পারিবেন কিনা? তাহার দলিল।

  • ১। হ্যা পারিবেন তফছিরে খাজেন ১৮০ পৃঃ দেখুন ও মাদারেক দেখুন।
  • ২। হাদীছ শরীফ কেয়ামতে তিন ব্যক্তির সুপারিশ গৃহীত হইবে: নবী, ওলি ও শহীদগণ।
  • ৩। ফেকাহ আকবর দেখুন।
  • ৪। শরহে আকায়েদ নছফি ৮৭ পৃঃ পড়ুন।
  • ৫। মােমেন বান্দা অর্থাৎ বেহেস্তি কিন্তু সে কবীরা গুহানাহকারী তার জন্য নবী করীম (দঃ) অনিবার্য শাফায়াত করিবেন। ইহাতে কোনই সন্দেহ নাই। সন্দেহে বেঈমান হইবে। তাফছির ও হাদীশ শরীফে দেখুন। ইমাম আজম রহঃ এর প্রণীত আল ওয়াছিয়াত কেবাত দেখুন। গুনাহ কবীরাকারীদের জন্য দয়াল নবী করীম (দঃ) এর শাফায়াত সত্য ইহা ইমাম আহমাদ আবু দাউদ, তিরমিজি এবনে হাব বান (রহঃ) বর্ণনা করিয়াছেন।

বিনীত,
মাওলানা শামসুদ্দীন আহমেদ
খাদেম- বিশ্ব জাকের মঞ্জিল

পীর-মুর্শিদ প্রশঙ্গে আরো কিছু দলিল ভিত্তিক পোস্ট নিচে দেয়া হলো:

* পীর-মুর্শিদ ধরতে হবে এই প্রশঙ্গে কোরআনের অসংখ্য দলিল।
* মহিলাদের বায়াত হওয়ার দলিল
* খোদা প্রাপ্তির জন্য মুর্শিদ শর্ত
* কামেল পীর চেনার উপায়! দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা
* কোরআনে কি পীর ধরার কথা উল্লেখ আছে? দলিল সহ তুলে ধরা হলো।
* ফানার জন্য পীরের প্রয়ােজন : সংক্ষিপ্ত আলোচনা
* পীর ওলিগণ শাফায়াত করিতে পারিবেন কিনা? তাহার দলিল।
* রাবেতার যােগ্য পীরের পরিচয়ঃ
* ফানা ও বাকা সিদ্ধ ওলীই প্রকৃত কামেল পীরঃ
* কামেল পীর চেনার উপায়! দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা
* হুজুরী কালব বা কালবের একাগ্রতা অর্জনে মুর্শিদে কামেলের ভুমিকা