আদম শব্দের অর্থ
আদম কোরানিক শব্দ, আদম শব্দের অর্থ হল পরিপূর্ণ মানব। আদি+ইমন= আদম। আদমের ধাতু তথা প্রকৃতি হল আদি। আদি মানে আউয়াল। আদি মানে পুরাতন শক্তি কাদিম। যার ক্ষয় নাই, লয় নাই, বিনাশ নাই তাকেই কাদিম তথা আদি তথা পুরাতন বলে। ইনসান তথা মানুষ যখন বিবর্তনবাদে আবর্তিত হয়ে পরিপূর্ণ রূপ ধারণ করে তাকে বলে আদম।