ইসলামে পর্দা মানে কি

ইসলামে পর্দা মানে কি

অজ্ঞানতা, কুসংস্কার, অন্ধকার, নাপাকি, বন্ধন, ভীরুতা ও কুফরী থেকে পৃথক তথা বিরত থাকাকে বলা হয় পর্দা। আপন নফসকে মুর্শিদের রহমতের চাঁদর দ্বারা আবৃত করাকে বলা হয় পর্দা। আপন নফস বা মনকে সত্যের নূরের আবরণ দ্বারা ঢেকে রাখাকে বলা হয় পর্দা। নফসকে তাকওয়ার ভূষণ পরিধান করানোকে বলা হয় পর্দা। মিথ্যা, জুলুম, অন্যায় ও সর্ববিদ গহিত আচারণ হতে নিজেকে পৃথক রাখাকে বলা হয় পর্দা। যা দ্বারা দৃষ্টিভঙ্গিকে সংযত করা যায় তাকে পর্দা বলে।

পর্দা দুই প্রকার যথা: মেজাজি পর্দা ও হাকিকি পর্দা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel