জ্ঞান কি বা জ্ঞান কাকে বলে?
জ্ঞান: ইন্দিয় অনুভূতির নির্ভুল ধারনাকে জ্ঞান বলা হয়। জ্ঞান ব্যক্তিসত্তাকে পরিশুদ্ধ করে, জ্ঞান মন ও বিবেকের মধ্যে প্রক্রিয়া স্বরূপ যন্ত্র। জ্ঞান শক্তিস্বরূপ। চিত্তের চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে জ্ঞান। জ্ঞান ইন্দ্রিয়সমূহকে বিশুদ্ধ করে। জ্ঞানের উদয় হয় ব্যক্তিসত্তার অন্তরলোকে। বাহির থেকে ইন্দ্রিয়ের সাহায্য ব্যক্তিসত্তার মধ্যে যা প্রবেশ করে তা জ্ঞান নয়, তাকে তথ্য বলে অভিহিত করা হয়। ইন্দ্রিয়ের পথে আসা উপাদানসমূহের নির্যাস হল জ্ঞানের প্রকাশ। এই জ্ঞানই ব্যক্তিসত্তার দেহ ও মনকে নূরময় করে। দেহ ও মনকে পবিত্র করে। এই জ্ঞান শিখাই ব্যক্তির ইন্দ্রিয়সমূহকে সংযত রাখতে। রূপ, রস, আনন্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ , দৃশ্য ইত্যাদি বিষয়সমূহ ব্যক্তির ইন্দ্রিয়কে প্রভাবিত করে। এই ইন্দ্রিয়কে দুই ভাগে ভাগ করা যায়, যথাঃ স্থুল ইন্দ্রিয় পাঁচটি ও সূক্ষ্ম ইন্দ্রিয় পাঁচটি।