প্রজ্ঞা কি বা প্রজ্ঞা কাকে বলে?
প্রজ্ঞা: ইংরেজি wisdom শব্দের অর্থ হল প্রজ্ঞা। প্রজ্ঞার সংজ্ঞা এইভাবে নির্ণয় করা যায় যে, অন্তর দৃষ্টির নির্ভুল বিচার বিশ্লেষণের ভারসাম্যকে বলে প্রজ্ঞা। জ্ঞানকে মৈথুন করলে প্রজ্ঞার জম্ম হয়। প্রাজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার সঞ্চয়কে বলে প্রজ্ঞা। প্রজ্ঞা দূরদৃষ্টির সাথে সম্পর্কিত। প্রজ্ঞান পুরুষ ত্রিকালদর্শী। জ্ঞান ইন্দ্রিয়লব্ধ কিন্তু প্রজ্ঞা ইন্দ্রিয়ের অতীত। অতীন্দ্রিয়ই বিষয়।যাদের অন্তরের চক্ষু খোলা তাঁরাই প্রজ্ঞানপুরুষ। সৃজনশীলতা, নন্দনশীলতা ও প্রতিভার বিচ্ছুরণকে প্রজ্ঞার বিকাশক বলা হয়। প্রজ্ঞা বিদ্যজ্ঞান তথা দিব্যদৃষ্টির প্রতীক। প্রজ্ঞান পুরুষদের কামেল বলা হয়। তাঁদের রাসেখুনা ফিল এলেম বলা হয় তথা বোধশক্তিসম্পন্ন জ্ঞানী বলা হয়। সত্যদ্রষ্টা পূর্ণমানব তথা আদম অর্থে ব্যবহার করা যায়।