কালেমা অর্থ কি
কালেমা মূলত আরবি শব্দ। কালেমা শব্দের অর্থ হচ্ছে কথা বা বানী। ইসলামের প্রথম স্তম্ভ শাহাদাহ্ পূর্ণতা পায় (اَ إِلهَ إِلاَّ اللهُ) উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’— অর্থাৎ- আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। ইসলামিক পরিভাষায় মুসলমান হতে হলে পাঁচ কালেমা স্বাক্ষ্য দিয়ে মুসলমান হওয়ার শর্তে অঙ্গীকারবদ্ধ হতে হয়।
পাঁচ কালেমার নাম বাংলা উচ্চারণঃ
১. কালেমা তাইয়্যিবাহ
২. কালেমা শাহদাত
৩.কালেমা তাওহীদ
৪. কালিমা তামজীদ
৫.কালেমা রদ্দেকুফর