ইমাম অর্থ কি

ইমাম অর্থ কি

ইমাম অর্থঃ ‘ইমাম’ আরবী শব্দ। যার বাংলা মূল অর্থ হলো নেতা, প্রধান, নেতৃত্ব দানকারী অথবা ধর্মীয় নেতা, নামাজ পরিচালনাকারী। ‘ইমাম’ বলা হয় তাকেই, যেনি একদল লোককে নির্দিষ্ট কোন সামাজিক, রাস্ট্রীয় বা ধর্মীয় লক্ষ্যে পৌঁছানোর জন্যে নেতৃত্ব বা দিক নির্দেশনা প্রদানের দায়িত্ব পালন করেন।

সর্বাধিক প্রচলিত অর্থে আমরা ইমাম হিসেবে সেই ব্যক্তিকেই বুঝে থাকি, যিনি মসজিদের ভিতরে অথবা বাইরে জামায়াতে নামাজ নেতৃত্ব করেন।