হরিবোল অর্থ কি?

হরিবোল অর্থ কি?

হরিবোল অর্থঃ –

হ = “হরণ করে যত পাপ রাশি!”
রি = “রিপু সব হয়ে যায় বশী!”
বো = “লভ্য হয় প্রেম ভক্তি উচ্ছ্বাস!”
ল = “লভে জীব নিগুঢ় প্রেম রস!”

আর, ‘হরি’ বলতে যিনি হরণ করেন। আমাদের জন্ম-মৃত্যু-জরা-ব্যাধিময় মহাদুঃখ যিনি চিরতরে হরণ করে সচ্চিদানন্দময় পরম গতি দান করেন, তিনিই হরি।