নারায়ে তাকবীর অর্থ
ফারসি, উর্দু ও আরবি শব্দের সংমিশ্রণে ‘নারায়ে তাকবীর’। এর প্রথম শব্দ ‘(নারায়ে)’ মূলত উর্দূ, অর্থ্যাৎ- ‘ধ্বনী বা উচ্চ আওয়াজ’। আর দ্বিতীয় শব্দ ‘(তাকবীর)’ মূলত আরবি। অর্থ্যাৎ নারায়ে তাকবীর অর্থ: “আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব।” সুতরাং নারায়ে তাকবীর এর মানে হলো- “তোমরা উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও।”