ফানাফিল্লাহ অর্থ কি
ফানাফিল্লাহ আরবী শব্দ, যার অর্থ হলো বিলীন হওয়া, মিশে যাওয়া ইত্যাদি। প্রচলিত অর্থে ফানাফিল্লাহ বলতে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যাওয়াকে বুঝায়। প্রতিটি মানুষের ভিতরেই আল্লাহর এক টুকরো নূর সুপ্ত রয়েছে। যিনি সাধনা করে হৃদয়ের ৭ম স্তরের ঐ সুপ্ত নূরকে জাগ্রত করতে সক্ষম হয়েছেন এবং নিজেকে ঐ নূর দ্বারা আলোকিত করতে পেরেছেন, তিনিই আল্লাহর নিকট থেকে নির্দেশ পেয়ে থাকেন। ঐ অবস্থায় বান্দা আল্লাহতে বিলীন বা একাকার হতে সক্ষম হয়। আর এ বিলীন বা একাকার হওয়াকে ফানাফিল্লাহ বলে।