তাজিয়া কি
তাজিয়া হলো— ইমাম হোসাইন (আ.) এর রওজা পাকের ছবি বা প্রতিকী। ইমাম হোসাইন (আ.) এর স্বরণে স্থানীয় শিল্পী দ্বারা নির্মিত এই প্রতিকীতে হোসাইনীগণ শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসের সাথে ইমাম হোসাইন (আ.) কে স্বরণ করে থাকেন। আমরা সাধারণ মুসলমানরা যেমন স্থানীয় শিল্পী দ্বারা ইট, পাথর দিয়ে মসজিদ বানিয়ে “বাইতুল্লাহ” বা কাবাঘরের অনুরূপ ভেবে আল্লাহকে স্বরণ করি, ঠিক তেমনি তাজিয়া বানিয়ে হোসাইন (আ.) এর মহব্বত ও দিদার লাভের জন্য ইরাকের কারবালায় অবস্থিত হোসাইনের (আ.) মাজারের অনুরূপ বানিয়ে আমরাও তাই করি।