হোমপেজ প্রয়োজনীয় শব্দার্থ নবুয়ত কি? প্রয়োজনীয় শব্দার্থ নবুয়ত কি? Author: Staff Writer - 14 August, 2022 Share FacebookTwitterWhatsAppTelegramEmail নবুয়ত কি? নবুয়তঃ– যুগে যুগে মানবজাতিকে হেদায়েতের নিমিত্তে আল্লাহপাক জমিনে অসংখ্য নবী প্রেরণ করেছেন। নবীদের নিকট ওহী নাযিল করেছেন। এই ওহীর বাস্তবায়ন হচ্ছে নবুয়ত কার্য যা রাসুলে খোদা (صلى الله عليه وسلم) মাধ্যমেই পূর্ণতাপ্রাপ্ত ও সমাপ্ত হয়। Share this:FacebookX