মুসলমান শব্দের অর্থ কি
মুসলমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আর মুসলমান হওয়া মানে আত্মসমর্পণ করা।
যার কাছে আত্মসমর্পণ করবেন: স্রষ্টা বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন।
এখন প্রশ্ন জাগে: যাকে দেখিনা বা যাকে দেখা যায়না তার কাছে কি ভাবে নিজেকে সমর্পণ করবো?
উত্তরঃ সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আল্লাহর নূর প্রকাশিত হয় মানুষের চেহারার মধ্যমে। আর হাকিকতে মানুষ তারাই যারা আল্লাহ তায়ালার মনোনিত ওলিসকল। সুতরাং একজন খাটি আল্লাহর ওলির কাছে যেতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে তথা বায়াত হতে হবে, তাহলেই মহান স্রষ্টা বা আল্লাহর পরিচয় পাবে।