জন্মসুত্রে ধর্ম লাভ করে ধার্মিক দাবি করা বোকামী
জন্মসুত্রে ধর্ম লাভ করে নিজেকে ধার্মিক দাবি করা বোকামী ছাড়া আর কিছুই নয়। মুসলিম এর ঘরে জন্ম নেওয়ার ফলে আজ তুমি মুসলিম, হিন্দুর ঘরে জন্ম নেওয়ার ফলে আজ তুমি হিন্দু, আবার বৌদ্ধ ও খ্রীষ্টান ঘরে জন্ম নিয়ে তুমি বোদ্ধ বা খ্রীষ্টান।
অন্ধ বিশ্বাস ছাড়া এগুলো আর কিছুই নয়। যে ধর্মকেই অনুসরন কর না কেন, সে ধর্ম কে জানতে হবে। তারপর সেটা গ্রহন করতে হবে।
তুমি তোমার ধর্মকে কিসে শ্রেষ্ঠ বলছো! তুমি কি অন্য ধর্ম সম্পর্কে জানো! যদি না জেনে থাকো, তাহলে কিভাবে নিজের ধর্মকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ভাবছো! এর উল্টোটাও ত হতে পারে।
তাই আগে প্রতিটি ধর্ম সম্পর্কে জানতে হবে। ভালবাসতে হবে প্রতিটি ধর্মকে, প্রতিটি ধর্মের মানুষকে। শ্রদ্ধা করতে শিখতে হবে অন্যের ধর্মকে। ধর্ম জ্ঞান হৃদয়ে থাকলে আর ধর্মীয় দ্বন্দ্ব থাকবে না কারো মাঝে। ধর্মের দোষ নয়, গুন গুলো খুজে বের করে তা আমাদের জীবনে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করতে হবে।
লেখাঃ DM Rahat
YouTube: Sufism BD