মৌলবাদীরা লালনের প্রতি ঈর্ষান্বিত কেনো?

মৌলবাদীরা লালনের প্রতি ঈর্ষান্বিত কেনো?

মহাত্মা লালন, যাকে নিয়ে রীতিমতো গর্ববোধ করি। (বাংলার গর্ব)

লালন নামটাকে কেউ মেনে নিতে পারেনি। এ যুগে ও কেউ মেনে নিতে পারছে না অল্পসংখ্যক লোক ব্যাতিত। অথচ তার নামেই রয়েছে অফুরন্ত মিশকের সুবাস। হিন্দুদের পন্ডিত আর মুসলিমদের মোল্লা শ্রেণী তার কট্টর বিরোধিতা করেছিল সানন্দে। অথচ এ মানুষটা শুধু মানুষকে প্রেমই বিলিয়ে গিয়েছেন। যখন তার শিষ্যদের আঘাত করা হতো, তখন সাঁই নিজেই হাত ভুলিয়ে সান্ত্বনা দিতেন। আজও এ মোল্লা আর ব্রাহ্মণরা তার বিরোধিতা করছে।

লালনের প্রতি ক্ষোভের প্রধান কারনগুলো হলো তিনি শাস্র হাতে কাউকে তালিম দিতেন না, ধর্মের নামে উগ্রতা আর হিংসা ছড়াতেন না, একতারা হাতে ঈশ্বর প্রেম আর ইশকে রাসুল শিক্ষা দিতেন। তার শিক্ষার মধ্যে অন্যতম হলো মানবপ্রেম বা মানবতা। যা সূক্ষ জ্ঞানীদের নিকট সর্বোচ্চ ধর্ম।

সাইজির একটি কালামঃ

খুদিতে বান্দার দেহে,
খোদা সে আছে লুকাইয়ে।
আলেফে মিম বসায়ে,
আহম্মদ হল সে না।।

লেখাঃ ফখরুল ইসলাম জয়।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel