জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের অভিমতঃ
রেডিও বাংলাদেশ থেকে একটি বিশেষ রেকর্ডিং টিম গিয়েছিলো জাতীয় কবির বাসায়। সেটা ছিলো নজরুলের জীবনের প্রায় শেষ দিকের কথা। সে সময় তিনি কথা বলতে পারতেন না। জবান বন্ধ হয়ে গিয়েছিল। কোন কিছু বলার মতো করে কেবল মাত্র ঠোটটা বিরবির করে নাড়াতে পারতেন।
এমনই অবস্থার মধ্যে রেডিও বাংলাদেশের সেই টিমের প্রধান (বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক) জনাব মরহুম টি.এইচ. শিকদার ছাহেব মাইক্রোফোন তুলে দিলেন কবি নজরুলের সেই বিরবির করা ঠোটের সামনে। এবং তিনি আশ্চর্য হয়ে লক্ষ করলেন কবি আসলে আল্লাহ আল্লাহ জিকির করে চলেছেন।
রেকর্ডিং এর ভাষা অন্যরা কেউ কিছুই বুঝলো না। জনাব টি.এইচ.শিকদার ছাহেব সেই রেকর্ডকৃত স্পুল (তৎকালীন সময়ে প্রফেশনাল সাউন্ড রেকর্ড ধারণের একমাত্র বড় ম্যাগনেটিক ফিতা) পুরোটাই বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের নিকট নিয়ে গেলেন এবং আদি-অদ্যপন্ত সবিস্তারে বর্ণনা করলেন।
সব শুনে কেবলাজান হুজুর মুচকী হেসে শুধু এই টুকুই বললেন, “বাবা, নজরুলতো একজন আল্লাহর ওলী, তাই আল্লাহ আল্লাহ জিকির করছে”।
– তারেক শিকদার