গুলিস্তান থেকে বিশ্ব জাকের মঞ্জিল-পর্ব:৪

গুলিস্তান থেকে বিশ্ব জাকের মঞ্জিল-পর্ব:৪

গুলিস্তান থেকে- বিশ্ব জাকের মঞ্জিল, আমার দেখা ৪০-বছর।

-আব্দুল হান্নান

দেখতে দেখতে ১৯৮৫ সাল আসলেন, সে-ই দিন বিশ্ব জাকের মঞ্জিল অভিমুখে প্রথম বাস কাফেলা ১০০১ বাস। বড় জামে মসজিদের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করবেন”খাজাবাবা”।

কাফেলাতে ঢাকার দক্ষিণাঞ্চল আমাদের, সাথে যোগ হলো সিলেট ও চট্রগ্রাম বিভাগের ও পাসের জেলা নারায়ণগঞ্জ। একটি কথা বলা দরকার যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে যে রাস্তাটি চিটাগং রোড পযন্ত এই রাস্তাটি ছিলো না। মাত্র নতুন রাস্তা হইতেছে যাত্রাবাড়ীর থানার পাসে পুরান রাস্তা দিয়ে গাড়ি চলাচল ছিলো।

বিশ্ব জাকের মঞ্জিল
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফ জমে মসজিদ

পোস্তগোলা ব্রিজ মাওয়া রোড তখন হয় নাই, বাস কাফেলা আরিচা ঘাট দিয়ে যাইতে হয়েছে ফেরী পারাপারের কারনে কাফেলা তিন দিন লেখেছে দরবারে যেতে। আমাদের বাস নিয়ে সেদিন রাত আরিচা ঘটে থাকতে হয় ভোর রাতে ফেরী পার হয়ে সকালে দরবারে। খাজাবাবা” বড় জামে মসজিদের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করবেন তৎকালীন রাষ্ট্রপতি (হুসেইন মুহাম্মদ এরশাদ) আসবে। সকাল ৯ টা কিনবা ১০ টা সঠিক সময়টা মনে নেই আমার। দরবার শরীফে লোকে লোকারণ্য সাড়া দেশ থেকে লক্ষ লক্ষ জাকের ভাই – বোনেরা এসেছেন।

শত শত ট্রেকে সিমেন্ট, রড, তার পাশাপাশি, চাল,ডাল,বস্তায় বস্তায় আলু, মিষ্টি কুমড়া, কচু, খাচির খাচি বড়া মাছ আর মাছ। সবাই নেমে পরলেন খেদমতে সব নিয়ে যেতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে কে কার আগে নিবে আমার বয়স তখন ১৬/১৭ হবে গায়ে নাই মাংস সকলের সাথে আমিও নিয়ে নিলাম মাথায় ৫২ কেজি সিমেন্টের বস্তা দুই কাইক দেয়ার পর আমার মেরুদন্ডে টাস করে উঠলো বস্তা ফেলে দিলে বেয়াদুবি হবে চিতকার দিলাম কয়েক জন জাকের ভাই মাথা থেকে সিমেন্টের বস্তা নামালেন অনেক ব্যাথা হচ্ছিলো পিঠে যাই হোক

এখনো মাঝে মাঝে ঐ জায়গা টি ব্যাথা করে। ১৯৮০ দশ তখন কার জাকের ভাইজান দের মাঝে আনেক মহব্বত ছিলো ১৯৮৭ সালের শেষভাগে দেশ জুড়ে জাকের সংগঠনের সাংগঠনিক কাঠামো বিস্তৃতির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন খাজাবাবা। প্রথম ধাপে রাজধানী ঢাকাকে ৫টি অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক কমান্ড কাউন্সিল গঠন করা হয়।

পুরান ঢাকা ও সংলগ্নএলাকা নিয়ে গঠিত দক্ষিণাঞ্চল কমান্ড সর্বপ্রথম উদ্বোধন করা হয়। সে দিন বাহাদুর শাহ্ (ভিক্টোরিয়া পার্ক) পার্ক সংলগ্ন কাজী নজরুল কলেজ সামনে।

কমান্ড কাউন্সিলের উদ্বোধন করেন জাকের সংগঠনের সুপ্রীম কমান্ড কাউন্সিলের অন্যতম দু’সদস্য পীরজাদা আলহাজ্জ মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব মিয়া’ ভাইজান ও পীরজাদা আলহাজ্জ মোস্তফা আমীর ফয়সল মেঝ’ ভাইজান মুজাদ্দেদী ছাহেব। হাজার হাজার জাকের ভাই – বোন তবে জাকের বোন দের জন্য আলাদা জায়গা ছিলো। দক্ষিণাঞ্চল কমান্ডার ছিলেন এলাহী বক্স ভাইজান। খাজাবাবা বলতে- আমি এলাহী-র এলাহী আমার। তিনি অনেক মহব্বতি জাকের ছিলেন (এলাহী বক্স ভাইজান তিনি এখন না ফেরার দেশে)

আমার দেখা ৪০ বছর! খাজাবাবা ফরিদপুরী ‘বিশ্ব জাকের মঞ্জিল ‘ নিয়ে লেখতে চাই আপনাদের মতামত জানাবেন আশা রাখি।

চলবে……

পরবর্তী পর্বগুলো পড়তে নিচের লিঙ্কে প্রবেশ করুন:

গুলিস্তান থেকে বিশ্ব জাকের মঞ্জিল- (সবগুলো পর্ব পড়ুন)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel