গুলিস্তান থেকে বিশ্ব জাকের মঞ্জিল-পর্ব:৬
গুলিস্তান থেকে- বিশ্ব জাকের মঞ্জিল, আমার দেখা ৪০-বছর।
-আব্দুল হান্নান
অন্ধকার হইতে আলোর জগেতে প্রবেশ করান তাহাকেই জগতের কামেল পীর বলা হয়। এর জন্য গুরু ভজন সকলের জন্য প্রয়োজন।
খেজুরের রস বিক্রেতা তিনি ছিলেন হাতে গনা কয়েক জন জাকের ভাই এর মধ্যে এক জন। খাজাবাবা-র সেই প্রথম সময়ের জাকের ভাই এর কথা শুনে মনটা আমার পাগলের মত লাগছে কখন আমি খাজাবাবা-র মুরীদ হব।
আমি দরবারে যাওয়ার ৪ বছর পর ১৯৮৬ সাল তখন ৩ নাম্বার হুজরা শরীফ নতুন হয়েছে। পীর কেবলা’ জান আসেন সকাল ৯ টায় এসে জাকের ভাইদের নালিশ শুনতেন, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতেন উপদেশ দিতেন। তারপর দয়াল নবীজি রাসুলে পাক (সাঃ)সত্য তরিকা দিতেন বা মুরীদ করতেন সকলে মিলে লাইনে দাঁড়াতেন।
আমিও লাইনে দাঁড়ালাম অনেক লম্বা লাইন আসতে আসতে আমার সময় হলো কাছে গেলাম খাজাবাবা বলেন আমার সাথে বলেন বাবা – “আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিও ওয়া আতুবু ইলাইহেহী।( ৩ বার) তওবা করালেন,
এখন বলেন-হে ‘খাদা আমি জীবনে যত গুনা করেছি, যত গুনা মনে আছে, যত গুনা মনে নাই সকল গুনা হইতে তওবা করিলাম, তোর জাত পাকের কসম খেয়ে বলিতেছি দয়াল নবীজি রাসুলে পাক( সাঃ) সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, ছাড়ি বো না-আমার পীরকে ভুলিবো না।
খাজাবাবা বলেন বাবা বুকের জামাটা উপরে তুলেন। এইদিকে তাকান বুকের বাম স্তনের দুই আঙুল নীচে কেবলা’জানের শাহাদাত আঙুল লাগাইলেন আর বলেন এখানে প্রথমে চাম,হাড়,মাংস, তারপরে একটু কারা,
মাংসপিণ্ড,যাকে ক্বলব বা কলব (আরবি:- অর্থঃ হৃৎপিণ্ড বা মন) সদা সরব দা দরপর দরপর করিতেছে এখন থেকে, আল্লাহ, আল্লাহ, জিকির চালুকরা হইলো সরব দা এই খেয়ালে থাকিবেন। পরবর্তী সবক পরে দেয়া হবে। ২০২২ সাল এবছর আমার মুরীদ বা তরিক নেওয়ার বয়স ৩৬ বছর বা ৩ যুগ হয়ে গেলো।
এখানে একটু আলোচনা করা দরকার। প্রশ্ন: পীর-মুরীদ কাকে বলে? সংক্ষেপে বর্ণানা।
উত্তর: পীর শব্দটি ফার্সি। আরবীতে বলা হয় মুরশীদ। মুরশীদ শব্দের অর্থ হল পথপ্রদর্শক। যিনি আল্লাহর আদেশ নিষেধ আল্লাহ’তাআলা যেভাবে চান সেভাবে পালন করার প্রশিক্ষণ দেন তার নাম মুরশীদ বা পথপ্রদর্শক। যাকে ফার্সীতে বলে পীর। তরিকা নিলাম বা মুরীদ হইলাম এখন নিজ বাসায় ফিরলাম প্রথমে আমার মা বাবাকে বল্লাম ‘বাবা মা’ আমি আটরশি দরবারে মুরীদ হয়েছি আমার জন্ম দাতা পিতা অনেক খুশি হলে (তিনি এখন নাফেরার দেশে)
পিতা আমার সুন্দর একটি হাসি দিলেন অনেক খুশি হলেন কিন্তু আমার’ মা’ মনে হইলো তেমন একটা খুশি হয়নাই তিনি ছিলেন অন্য দরবারে মুরীদ হয়তো-বা এর জন্য-ই হবে (তিনিও এখন নাফেরার দেশে)।
আমার দেখা ৪০ বছর! খাজাবাবা ফরিদপুরী ‘বিশ্ব জাকের মঞ্জিল ‘ নিয়ে লেখতে চাই আপনাদের মতামত জানাবেন আশা রাখি।
চলবে……
পরবর্তী পর্বগুলো পড়তে নিচের লিঙ্কে প্রবেশ করুন: