মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর ৫টি মহা বাণী।

মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর ৫টি মহা বাণী।

(১) “নীতি-নৈতিকতা হারিয়ে মানুষ সীমাহীন পর্যায়ে উপনীত হয়েছে। মানুষের মাঝে মিথ্যাচার, বেঈমানী, মুনাফেকি, শঠতা আজ সীমাহীন পর্যায়ে। প্রত্যেক অনু-পরমানুর বিচার হবে। যা সত্য; তা সত্য। যা প্রতিষ্ঠিত; তা প্রতিষ্ঠিত। যে বিজয় নির্ধারিত; তা হবেই।”

(২) “আমি সংখ্যালঘু শব্দটা অমর্যাদাকর মনে করি, অন্য ধর্মালম্বীদের জন্য। তাঁরা এই দেশের নাগরিক।”

(৩) “আমি নেতা নই, কবিও নই! আমি এদেশের মুসলমানদের খাদেম এবং অন্য ধর্মাবলম্বীদের স্বার্থ্য সংরক্ষণের পাহাড়াদার।”

(৪) “ফকির লোক যেদিন সিংহাসনে বসবে, সেইদিনই বাংলাদেশে শান্তি আসবে, পুরো বিশ্বে শান্তি আসবে!”

(৫) “আবার জমবে মেলা, বটতলা, হাটতলা নবান্নের উৎসবে। সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ববাসী চেয়ে রবে!”

বাণীঃ [পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী, (চেয়ারম্যান, জাকের পার্টি)]

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel