হোমপেজ আমল ও ওজিফা নিজেকে ছোট ভাবিও! বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র বাণী।

নিজেকে ছোট ভাবিও! বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র বাণী।

445

নিজেকে ছোট ভাবিও!

পীরের আহবান শোনা মাত্রই হাতের কাজ ফেলিয়া পীরের সমীপে উপস্থিত হইবে। কোন মুরীদ যদি খাইতে বসে এবং তাহার খাবারের লোকমাপূর্ণ হাত যদি তাহার মুখ ও থালার মধ্যখানে থাকে- এমন সময়ও যদি পীরের ডাক পড়ে, তবে তৎক্ষনাৎ খাবার পরিত্যাগ পূর্বক পীরের নিকট উপস্থিত হইবে।

যতটুকু বা যতখানি খেদমতই কর না কেন, তাহাতে গর্বিত হইও না। আল্লাহপাক অহংকারীকে ভালোবাসেন না। সর্বদাই মনে করিও, তোমার খেদমত কবুলিয়তের যোগ্যতা পায় নাই। নিজেকে ছোট ভাবিও, তাহা হইলে আল্লাহ তোমার ইজ্জত বৃদ্ধি করিয়া দিবেন।

– বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র বাণী।