ঈসা নবীর ১৫টি আধ্যাত্মিক বাণী।

ঈসা নবীর ১৫টি আধ্যাত্মিক বাণী।

“ভালো করে দেখো আমি তোমার সর্বদা সাথেই আছি, এমনকি এই দুনিয়ার অন্ত পর্যন্তও তোমার সাথেই থাকবো।”

“নিজের মনকে বিভ্রান্ত করোনা। খোদাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো।”

“পাপমুক্ত থাকো, সতর্ক থাকো এবং সাধনা করতে থাকো। কারণ তোমার জানা নেই কখন তোমার জীবন শেষ হয়ে যাবে।”

“আমার উপদেশকে মেনে চলো আর আমার থেকে শেখো, কারণ আমি নম্র এবং দানশীল।”

“যে আমার উপদেশ শুনে এবং সেই উপদেশকে নিষ্ঠার সাথে পালন করে, সেই আমাকে প্রকৃত ভালোবাসে।

“যখন তুমি প্রভুর সাধনায় মগ্ন থাকবে, তখন একান্ত, নির্জনে গুপ্তভাবে প্রভুর সাধনা করো। কেবল তখনই তোমার প্রভু, তোমার সেই সাধনার পুরস্কার দিবেন।”

“মানুষ হিসবে একে অপরের সেবা করা উচিত, এটাই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর সেবা বা সাধনা। স্বার্থপর ভাবনাকে পরিহার করো।”

“যখন কাউকে কিছু দান করবে, তখন সেটা এমন ভাবে করো- যাতে ডান হাত দিয়ে করলে বাম হাত টের না পারে। তোমার সেই দান যেন গুপ্ত থাকে। যখন তুমি এটি করবে, তখন তোমার প্রভুও তোমার প্রতি গুপ্তভাবে নজর রাখবে। এবং তোমাকে এরজন্য সুন্দর পুরস্কারও দিবেন।”

“যে খোদার জন্যে নিজের ঘর, পরিবার, ভাই-বোন, মাতা-পিতা এমনকি নিজের স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে সে একশো গুন সুখ পাবে। এবং অনন্ত জীবন লাভ করবে।”

“তোমরা একে অপরকে ভালোবাসো, যেমন আমি তোমাকে ভালোবেসেছি। এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে।”

“শরীরকে হত্যা করা যায় কিন্ত আত্মাকে হত্যা করা যায়না৷ তাকে ভয় পেওনা, যে শরীরকে হত্যা করে। বরং তাঁকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোকেই জাহান্নাম বানাতে পারে।”

“বিনয় এবং সততা তোমার মধ্যে থেকে কখনোই যেনো আলাদা না হয়। যদি পারো সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে গেঁথে ফেলো। এটি করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়েরই ভালোবাসা পাবে। তুমি অনেক জ্ঞানলাভ করতে সক্ষম হবে।”

“যদি তোমার ভিতরের শক্তিকে তুমি বাহিরে আনো তাহলে সেটা তোমাকে বাঁচাবে, কিন্তু যা তোমার ভিতরে আছে, যদি তুমি সেটাকে বাহিরে না আনো, তাহলে সেটা তোমাকে নষ্ট করে ফেলবে।”

“সেই ব্যক্তিই ধন্য! যিনি জ্ঞান ও বুদ্ধি লাভ করতে পেরেছে। কারণ জ্ঞান ও বুদ্ধি প্রাপ্তি রুপোর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান। সেটার লাভ সোনা পাওয়ার লাভের থেকেও অনেক বেশি হয়ে থাকে।”

“হে পরিশ্রমী মানুষ এবং জীবিকার চাপে পৃষ্ঠ মানুষ, আমাকে স্মরণে করো। আমি তোমাকে বিশ্রাম দিবো।”

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel