মরমী কবি শাহ আবদুল করিমের মহান বাণী
মহান মরমী কবি শাহ আবদুল করিম বলেন:-
আমি কখনোই আসমানি খোদাকে মান্য করিনা। মানুষের মধ্যে যে খোদা বিরাজ করে আমি তার চরনে পূজো দেই। মন্ত্র পড়া ধর্ম নয় কর্মকেই ধর্ম মনে করি। লাখ লাখ টাকা খরচ করে হজ্জ পালনের চেয়ে এ টাকা গুলো দিয়ে দেশের দরিদ্র দুঃখি মানুষের সেবা করাকে বড় কাজ মনে করি। প্রচলিত ধর্ম ব্যাবস্থা আমাদের মাঝে সসম্প্রাদায়গত বিদ্বেষ তৈরি করে দিয়েছে। কতিপয় হীন মোল্লা-পুরুত আমাদের ভাইয়ে ভাইয়ে বিভাজন নিয়ে এসেছে। এ বিভাজনই যদি ধর্ম হয় তাহলে সে ধর্মের কপালে আমি লাথি মারি।