আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-১০)
৯১/ যিনি বলা বাক্যের উপর সচল থাকে, তার প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়।
৯২/ মন্দ কর্ম সব সময় টেনে চলেছে মন্দের দিকে এর থেকে বাঁচতে হলে দয়ালের চরণ, স্মরণ বিনে গতি নেই।
৯৩/ দয়াল মুর্শিদের কালাম ভক্তের অসুস্থ হৃদয়ের মলম, একবার যদি হৃদয়ে লাগানো যায় ওই মলম তাহলে ভক্তের অসুখ-বিসুখ আর থাকেনা।
৯৪/ আমাদের কর্মই আমাদের জন্য পাঠশালা এবং এর শিক্ষক হলো বিবেক।
৯৫/ অহংকার-ব্যাক্তির মন কে কুলশিত করে এবং অন্ধকারে ঢেকে রাখে। সেবা-ব্যাক্তির মন কে সরল পথে ধাবিত করতে সাহায্য করে।
৯৬/ মানুষ সেবার চাইতে বড় কোন কর্ম নেই, মানুষ সেবার চাইতে বড় কোন ধর্ম নেই।
৯৭/ শান্ত হওয়া ছাড়া শান্তি উপলব্ধি করা যায় না এবং তা দয়াল গুরুর হুকুম মান্যতার উপর নির্ভর করেই আসে।
৯৮/ অনর্থক কথায় করিলে সন্ধি আপনা আপনি হইবে বন্দি।
৯৯/ সমস্ত পৃথিবী এক পাল্লায় রাখা হবে আর অন্য পাল্লায় মায়ের মমতা রাখা হবে তবুও মায়ের মমতার ওজনের কাছে পুরো পৃথিবীর ওজন কম পড়ে যাবে।
১০০/ মওলার প্রেম! প্রেমিদের শুদ্ধ চিত্ত হতে সাহায্য করে।
• এ-প্রেমে মানবের মনুষ্যত্ব ফিরে পায়।
• এ-প্রেমে আপন অস্তিত্ব খুঁজে পায়।
• এ-প্রেমে সবাইকে প্রেমালিঙ্গণ করার আকাঙ্খা যাগে।
• এ-প্রেম সার্বজনীন কথা বলার অনুপ্রেরণা যোগায়।
• এ-প্রেমাদতের দ্বারা প্রভুর সন্তুষ্টি হাসিল করা যায়।
— ফকির সেলিম কাদেরী