তোমার নায়ে (দয়াল গীতি)
মাওলা তুমি জগতের পতি
আমারে নিবানি তোমার নায়ে
কানা করি নাই যে আমার
নিবানি প্রেমের বিনিময়ে,
ভালোবাসা আমার আসল সম্বল
দয়াল তুমি ছাড়া নেই উপায়৷
এই ভবেরি সাত বাজারে
খুলে দিলা দোকান,
লাভ হইল না হারাইলাম পুঁজি
কি করি গো এখন,
তোমার ষোল আনা পুজি দয়াল
হারাইয়ে করি হায় হায়৷
আমার হেলায় হেলায় জনম গেল
কর্ম নাই মোর কিছু,
তাইতো আমি ধরলাম দয়াল
তোমার সাথে পিছু,
দয়াল তুমি যদি ফিরাইয়া দাও
আমার হবে কি উপায়৷
পরে রইলাম ভবের মাঝে
সংসারেরও মায়ায়,
যতই আমি আগে বারি
টেনে ধরতে চায়,
সেন্টু বাজান করো দয়া
সেলিম ভবে যে নিরুপায় ৷
লেখা: ফকির সেলিম কাদেরী