চরিত্র মানুষের মূলধন: ফরিদউদ্দিন আহম্মদ চিশতী
চরিত্র মানুষের মূলধন
চরিত্র বিরাট বিষয়
নিখুত চরিত্রের জন্য
মুহাম্মদ, প্রশংসিতময় ।।
হারালে কেউ ধন রতন
কি আর হারালে এমন
ফিরে পেতে কতক্ষণ
নজির তবে কত রয় ॥
স্বাস্থ্য হারালে যখন
কিছু ধন হারালে তখন
দুঃখ কষ্টে যায় জীবন
তবু দীর্ঘ স্থায়ী কিছু নয় ॥
চরিত্র হারলে যখন
হারালে তুমি সর্বস্ব ধন
কেমনে করবে ক্ষতি পূরণ
ভাবতে লাগে প্রাণে ভয় ॥
চরিত্র তােমার ভাল হলে
ইহকালে ও পরকালে
উভয় কালে শান্তি মিলে
ফরিদ উদ্দিন ভেবে কয় ৷।
স্থানঃ দরবার কক্ষ।
তাংঃ ১৫/০১/১৯৯৯ খৃঃ ।
কিতাবঃ [আত্ম জাগরণ ৩য় খন্ড]