হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) কে এলো মোর এই জমিনে (আধ্যাত্মিক গান)

কে এলো মোর এই জমিনে (আধ্যাত্মিক গান)

701

কে এলো মোর এই জমিনে (আধ্যাত্মিক গান)

কে এলো মোর এই জমিনে
– রাতিন আহমেদ

কে এলো মোর এই জমিনে,
আল কাদরীয়া-য়…
দেখো, কে এলো মোর এই জমিনে আল কাদরীয়া-য়,
হযরত লুৎফর রহমান শাহ,
বারী শাহ ঠিকানায়…
দেখো, হযরত লুৎফর রহমান শাহ বারী শাহ ঠিকানায়।

পরিবার পরিজন ছেড়ে সেই এগারো বছরে…(২)
বাবা মায়ের ভালোবাসা,(২)
আড়ালে রয়ে যায়।
দেখো, হযরত লুৎফর রহমান শাহ বারী শাহ ঠিকানায়।(২)

প্রেম স্নেহ মায়া মমতা পেয়েছে কি এই জীবনে তা…(২)
বারী শাহ নাম মনে রাইখা,(২)
সব ভুলেছে সে হায়।
দেখো, হযরত লুৎফর রহমান শাহ বারী শাহ ঠিকানায়। (২)

সংসার সম্পত্তি ভুলে আশেকগণ সে নিলো তুলে…(২)
বলে রাতিন গানের কথায়, (২)
দেওয়ানা হয়ে সাঁই।
দেখো, হযরত লুৎফর রহমান শাহ বারী শাহ ঠিকানায়..(২)

কে এলো মোর এই জমিনে, (২)
আল কাদরীয়া-য়…
দেখো, হযরত লুৎফর রহমান শাহ বারী শাহ ঠিকানায়। (২