মুচকি হাসি (দয়াল গীতি)
দয়াল আমি তোমায় ভালবাসি
বান্ধব জাগিয়া রই কত নিশি,
তুমি দয়া করে একবার এসে
দেখা দাও একটু মুচকি হাসি৷
আমি বুক ভাসাইয়া নয়ন জলে
পাসান বন্ধু কথা কয় না বলে,
তুমি বিহনে আমার দিন কি চলে
দয়াল আমি কুল হারাইয়া ভাসি৷
আমি পরে দুনিয়ার মায়ার জালে
কেটে যায় দিন কল কৌশলে,
শুন্য আমি পাসে তুমি নাই বলে
এই ভুবনে জিন্দা মরে আছি।
সেন্টু শাহ্ তোমার দয়া হলে
সেলিমের ঠাঁই তোমার চরন তলে,
জিবন যৌবন না যাইত বিফলে
করলে তোমার চরণ দাসি।
লেখা: ফকির সেলিম কাদেরী