হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) গান: এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল।

গান: এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল।

1434
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

গান: এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল।

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়া ফুটাইল ফুল।
আদমকে নিষেধ করে গন্দম খেওনা,
গন্দমকে হুকুম দিল পিছু ছেড়না।
বুঝিতে আজ তাঁর বাহানা
সংসারে এই গন্ডগোল।।

যে গন্দম খেয়ে আদম হইল গোনাগার,
আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার।
হজরত আদম হাওয়া সেই গন্দম
এই হলো সেই কথার মূল।।

হাওয়া গন্দম ছিঁড়ে যখন বেহেস্তেখানায়,
তিন ফোঁটা খুনজারি তখন হইয়া যায়।
এক ফোঁটা দিয়া মানুষ গড়িয়া
ভরেছেন সাঁই দুনিয়ার কূল।।

গন্দমের আঁঠা দিয়া বানাইয়া লালে কালি,
ছাপাখানার ঘরে কোরান দিতেছে তালি।
আসল কথা যদি বলি
মুন্সী মোল্লায় বলবে বাতুল।।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

গন্দমের বাহানা করে পাঠায় সংসারে,
মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে।
কুরআন ছাপায় কোরআন ধরে
লাগছে বিষম হলস্থল।।

জালাল ভাবতে ভাবতে হয়ে পেরেশান,
গন্দম গাছের তলে গেল পাইয়া ময়দান।
গিয়া সেথায় পরিয়া ঘুমায়,
নেশার ঝোঁকে ভাঙেনা ভুল।।
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে।
মানুষ দিয়া ফুটাইল ফুল।।

– জালাল উদ্দিন খাঁন