কবিতা: যেই নূরে নূর নবী আমার।
যেই নূরে নূর নবী আমার,
সেই নূরে সকল তৈয়ার
দেল ডুবিলে জানতে পারি
আল্লাহ নবী কি প্রকার।
যেই নূরে নূর নবী আমার
সেই নূরে সকল তৈয়ার,
দেল ডুরিলে জানতে পারি
আল্লাহ নবি কি প্রকার।
নূর মানে সেই বিশ্বনবী
হায়াতুল মুরসালীন,
শুনি হায়াতেতে জিন্দা রয়,
না বুঝে আদি-অন্ত।
ঘুরলাম দূর দূরান্তে জন্ম চরকার ফেরে,
কূল অকূল ধেরে অবশেষে গুরু চরনে,
এবার যদি এন্তাজ শাহ দয়া করে।।
লেখা: মাহাবুব তালুকদার।