দশ হরফ – (আধ্যাত্মিক কবিতা)

0

দশ হরফ – (আধ্যাত্মিক কবিতা)

দশ হরফ ছাঁদের তলে বাত্বি জ্বলে,
কখনো বা নিভে কখনো বা খেলে।
বারান্দা’র ঘরে বাতাস ঘোরে,
এই গো ধরে এই গো ছাড়ে।
দুটি জানালা’য় শব্দ ভাসে,
দরজা’য় যদি কভু কথা আসে।
হস্ত আমার বলে সেই কথা,
এই পদ দুটি যাবে গো সেথা।
তুমি দয়াল আছো যেথা…

– রাতিন আহমেদ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here