হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) মোর পীরের বাড়ি (আধ্যাত্মিক গান)

মোর পীরের বাড়ি (আধ্যাত্মিক গান)

489

মোর পীরের বাড়ি (আধ্যাত্মিক গান)

মোর পীরের বাড়ি
-রাতিন আহমেদ

ওরে,
আসো আসো ভাই-
আর আসো আমার বোনে,
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)

কি সুন্দর আজ সাজিয়েছে…
রং-বেরঙে সব মাতিয়েছে। (২)
প্রেমেরই বাত্তি জ্বলছে,
প্রেমেরই বাত্তি জ্বলছে,
আশেকও মনে…
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)

ওরশ শুরু দরূদ দিয়া…
মোহাম্মাদ নামে মজিয়া গিয়া। (২)
কালাম শুরু আল্লাহর নাম নিয়া,
কালাম শুরু আল্লাহর নাম নিয়া,
দিশেহারা হয় ভক্তগণে।
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)

ওরে,
আসো আসো ভাই-
আর আসো আমার বোনে,
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)

জ্ঞানী লোকে মালা পড়ায়…
প্রেমেরই অশ্রু ঝড়ায়। (২)
বারী শাহ নাম মনে ধরায়,
বারী শাহ নাম মনে ধরায়,
কইছে কথা জ্ঞানী জনে।
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)

কালামেরই সুভাস ভাসে…
আসনের ওই চারিপাশে। (২)
হুজুর লুৎফর শাহ আছে বসে,
হুজুর লুৎফর শাহ আছে বসে,
লেখে রাতিন এই গানে।
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)

ওরে,
আসো আসো ভাই-
আর আসো আমার বোনে,
দেখিতে মোর পীরের বাড়ি-
আসো সকলে। (২)