ঈদে মিলাদুন্নবী মানে কি?

ঈদে মিলাদুন্নবী মানে কি?

ঈদ শব্দের বাংলা অর্থ আনন্দ, খুশি ইত্যাদি। মিলাদ শব্দের বাংলা অর্থ জন্ম সময়, আগমন সময়। সুতরাং মিলাদুন্নবী অর্থ নবী করিম (সাঃ) এর জন্ম সময় বা আগমনের সময়। সহজ ভাষায় বলা চলে মিলাদুন্নবী অর্থ নবী (সাঃ) এর জন্ম বা আগমন। পরিভাষায় বলা যায়, নবী পাক (সাঃ) এর জন্ম দিন তথা প্রিয় নবীজির আগমন উপলক্ষে আল্লাহ্র শুকরিয়ার্থে শরিয়ত সম্মতভাবে খুশি বা আনন্দ উদযাপনের অনুষ্ঠান করাই হলো ঈদে মিলাদুন্নবী (সাঃ)। প্রিয় নবীজির (সাঃ) এর মিলাদ উপলক্ষ্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা মু‘মীনের অবশ্যই উচিৎ।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel