হোমপেজ জীবনী ও পরিচিতি খানজাহান আলী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী।

খানজাহান আলী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী।

2179
হযরত খানজাহান আলি (রহঃ) এর মাজার শরীফ, বাগেরহাট।

খানজাহান আলী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী।

হযরত খানজাহান আলী (রহঃ) এর জন্ম ১৩৬৯ খ্রিষ্টাব্দে। তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক, সূফি এবং আউলিয়া। তিনি বাংলাদেশের বাগের হাট জেলার স্থানীয় শাসক ছিলেন। তার আরো কিছু নামের মধ্যে ‘উলুঘ খান’, ‘খান-ই আজম’ ইত্যাদি হিসেবেও ডাকা হতো। হযরত খানজাহান আলী রহঃ ১৩৬৯ সালে ভারতবর্ষের দিল্লিতে একটি সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহন করেন। তিনার পিতা নাম ‘আকবর খাঁ’ ও মাতার নাম ‘আম্বীয়া বিবি’। মতানুসারে তার পূর্বপুরুষেরা তুরস্কের অধিবাসী ছিলেন।

হযরত খানজাহান আলী রহঃ ছিলেন আরবী, ফারসি শাস্ত্রের একজন মুসলিম সাধু এবং ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক। তাছাড়া তিনি আধ্যাত্মিক গভির জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তিত্ব। হযরত খানজাহান আলীর প্রাথমিক ও পারিবারিক শিক্ষা তার পিতার কাছ থেকেই গ্রহন করেন। এবং তিনি ধর্মিয় শিক্ষানেন দিল্লির বিখ্যাত ওলিয়ে কামেল ‘শাহ নেয়ামত উল্লাহ (রহঃ)’ এর নিকট হতে। তাছাড়া তিনি কোরান, হাদিস, ফিকহ শাস্ত্রের জ্ঞানার্জনও করেন তিনার নিকট হতে।

১৩৮৯ সালে তিনি ততকালীন সেনাবাহিনীতে সেনাপতির দায়িত্ব পদে কর্মজীবন শুরু করেন। এবং খুবই কম সময়ের মদ্ধেই তিনি সেনাপ্রধান পদে উন্নীত হন। খানজাহান আলী মাত্র ২৭ বছর বয়সে ১৩৯৪ সালে জৈনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগদান করেন। পরবর্তীতে ১৪১৮ সালের দিকে তিনি যশোর জেলার বারবাজারে অবস্থান করেন এবং বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন।

হযরত খানজাহান আলি (রহঃ) এর মাজার শরীফ, বাগেরহাট।

হযরত খানজাহান আলী রহঃ এর প্রথম স্ত্রীর নাম ‘সোনা বিবি’। সোনা বিবি হলেন খানজাহান আলীর পীর ‘নূর কুতুবুল আলম রহঃ’ এর একমাত্র কন্যা। তিনার দ্বিতীয় স্ত্রীর নাম রুপাবিবি ওরফে বিবিবেগনি। হযরত খানজাহান আলী রহঃ এর দুই বিবির নামানুসারে ‘সোনা মসজিদ’ বিবিবেগনি মসজিদ নির্মাণ করেন।

১৪৫৯ সালের অক্টোবর ২৫ তারিখ এবং (৮৬৩ হিজরি ২৬শে জিলহাজ) বাগেরহাট জেলায় তিনার নির্মিত ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে নামাজরত (সেজদা) অবস্থায় ওফাত লাভ করেন (মৃত্যবরণ করেন)।

আর্টিকেলটি লিখতে উইকিপিডিয়ার সাহায্য নেয়া হয়েছে