দয়াল নবী (সাঃ) আল্লাহর নূরে প্রথম সৃষ্ট।
“দয়াল নবী (সাঃ) প্রথম সৃষ্ট। তিনি আল্লাহর নূরে সৃষ্ট এবং তাবৎ বস্তু তাহার নূরে সৃষ্ট। অর্থাৎ রাসূলে পাক (সাঃ) আল্লাহতায়ালা এবং সমুদয় সৃষ্ট তথা অপরাপর নবী-রাসূল, ফেরেশতা, মানুষ, জ্বিন, পশু-পাখী ইত্যাদি সবকিছুরই মধ্যস্থতাকারী। তাই তিনি শুধু নিজ উম্মতের নবী নহেন; অপরাপর নবী-রাসূল (আঃ) ও ফেরেশতাদেরও নবী।
কারণ সকলের হকিকতই দয়াল নবী (সাঃ) এর হকিকতে বা হকিকতে মুহাম্মদীতে নিহিত। যাহা কিছু নেয়ামত, রহমত, দয়া-অনুগ্রহ বা করুণা পৃথিবীর উপর জারী আছে-তাহা দয়াল নবী (সাঃ) এর মধ্যস্থতায় কায়েম রহিয়াছে। বিগত দিনের নবী-রাসূলগণের উপর যে সকল বিপদ-আপদ আপতিত হইয়াছে-দয়াল নবী (সাঃ) এর অছিলাতেই তাঁহারা সেই বিপদ-আপদ, ঝড়-ঝঞ্ছা থেকে রক্ষা পাইয়াছেন।”
-বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)।
(নসিহত-সকল খন্ড একত্রে, নসিহত নং-৯৪)