আটরশি পীরের জীবনী
আটরশি পীরের সংক্ষিপ্ত পরিচয়: ফরিদপুর জেলার সদরপুর থানা, আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত। যার প্রতিষ্ঠাতা শাহসুফী খাজা হাশমত উল্লাহ (রহ:)। তিনি বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী নামেই বেশি পরিচিত। যিনি খাজা এনায়েতপুরী (শাহসুফী মুহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহ:)’র মুরিদ ও খলীফা। জনাব খাজা হাশমত উল্লাহ ফরিদপুরী (রহ:) সাহেব জামালপুর জেলার শেরপুর থানার পাকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
দশ বৎসর বয়সে তিনার পিতা শাহ আলীমউদ্দীন সাহেব তিনাকে খাজা এনায়েতপুরীর হাতে অর্পণ করেন। ত্রিশ বৎসর তিনি এনায়েতপুরীর কাছে থেকে কঠর পরিশ্রমের মাধ্যমে সাধনা লাভ করেন। অতপর এনায়েতপুরীর নির্দেশে তিনি ফরিদপুর এসে “জাকের ক্যাম্প” প্রতিষ্ঠা করেন। পরবর্তিকালে এটার নাম দেওয়া হয় “বিশ্ব জাকের মঞ্জিল”। সমগ্র বাংলাদেশে বিশ্ব জাকের মঞ্জিলের তুলনা হয় এ রকম অন্য কোন ধর্মীয় কমপ্লেক্স অন্য কোথাও দৃষ্টিগোচর হয়নি। ফলে উক্ত জাকের মঞ্জিলে যেমনি কোটি কোটি ভক্ত মুরীদ রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়।