খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের মহা মূল্যবান নসিহত।

খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের মহা মূল্যবান নসিহত।

আগুন আর পানি দুইটা এক সাথে মিশেনা। ঐ রকম পীরের দরবারে খেদমত আর বেয়াদবী কোন ভাবেই এক সাথে যায় না। একই ভাবে আদবের সাথে বুদ্ধি, মহব্বত ও সাহস এই তিনটি গুণের সমন্বয় ঘটাতে হবে। এই আদব শুধু দরবার শরীফেই নয়, আপনারা দরবার শরীফের বাহিরে যখন যে অবস্থায় যেখানেই অবস্থান করবেন, সেখানেও তরিকতের আদবের ভিতরে থেকে জীবন পরিচালিত করবেন। এই আদবের বিষয়ে পীর কেবলাজানের মহামূল্য নসিহত শরীফ আল আদাবুল মুরীদ গ্রন্থে আপনারা বিস্তারিত পাবেন।

হযরত পীর কেবলাজানকে বলতে শুনেছি; নিশ্চই বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কেবলাজান আরো বলেন; বিশ্ব জাকের মঞ্জিল ওলী-আল্লাহ্গণের মজলিশ। এখানে কোনরূপ বেয়াদবী করিলে দু’দিন আগে বা পরে তকদিরে পোকা ধরিবে। শুধু তাই নয়, বেয়াদবীর কারণে বংশানুক্রমে দুর্ভোগ আসতে পারে। এর অসংখ্য প্রমাণ দরবার শরীফে রয়ে গেছে। যারা তাদের বেয়াদবী অপকীর্তির কারণে বংশানুক্রমে আল্লাহর তরফ থেকে শাস্তি ভোগ করছেন। এমনকি অনেকে নির্বংশ হয়েছেন।

সুতরাং, আমি আপনাদেরকে সতর্ক করছি, অবশ্যই আপনারা দরবার শরীফে পীর কেবলাজানের শিক্ষা অনুযায়ী অতীব আদবের সাথে অবস্থান করবেন এবং তিনার নির্দেশ অনুযায়ী আল্লাহর ইয়াদে মশগুল থাকবেন।

আপনারা দরবার শরীফে যাওয়ার আগেই নিয়ত রাখবেন, যেন আপনারা পরিপূর্ণ আদব প্রদর্শন এবং খাজাবাবার মহব্বত অর্জনের মাধ্যমে নিজের ভাগ্যকে আল্লাহতায়ালার তরফ থেকে সৌভাগ্যে রূপান্তরিত করে বাড়ী ফিরে যেতে পারেন।

– পীরজাদা আলহাজ্জ্ব হযরত খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মুজাদ্দেদী ছাহেব।

– বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel