নিজাম উদ্দিন আউলিয়ার ১২টি মূল উপাধি।
নিজাম উদ্দিন আউলিয়ার সংক্ষিপ্ত পরিচয়ঃ সুলতান-উল-মাশায়েখ, মেহবুব-এ-ইলাহি, শেখ খাজা সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া (জন্মঃ ১২৩৮ — ওফাতঃ ৩ এপ্রিল ১৩২৫)। তিনি হযরত নিজামুদ্দিন নামেও পরিচিত। ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকার একজন প্রখ্যাত সূফি সাধক। ভারতে চিশতিয়া তরিকার অন্যতম মহান সূফি সাধকদের মধ্যে তিনি একজন। মহান এই সূফী সাধকের দরগাহ বা সমাধিস্থল ভারতের দিল্লিতে অবস্থিত। (উইকিপিডিয়া)
- মেহবুব-এ-ইলাহি: (অর্থঃ ইলাহ বা আল্লাহর ভালবাসার পাত্র)।
- সুলতান-উল-মাশায়েখ: (অর্থঃ মাশায়েখদের রাজা)।
- ইমাম -উল-মেহবুবিন: (অর্থঃ মেহবুবিনদের নেতা)।
- মালিক-উল-ফুকরা ওয়াল মাসাকীন।
- তাজ-উল-মুকাররবীন।
- মেহফিল-এ-সুখান: (অর্থঃ মেহফিলের আকর্ষণ)।
- জারি’জার বকশ: (অর্থঃ সোনা ও রুপা বিতরণকারী) ।
- নিজামুদ্দিন বা’হাত।
- মেহফিল-এ-শিখার।
- তাবিব-ই-দিল।
- গাউন-উল-আলম: (অর্থঃ পৃথিবীর গাউস)।
- জাগ উজিয়ারে: (অর্থঃ পৃথিবীর আলো)