হোমপেজ আমল ও ওজিফা শবে বরাতের নামায

শবে বরাতের নামায

শবে বরাতের নামায

শবে বরাতের নামাযের নিয়ত:
নাওয়ায়্তু আন উসাললিয়া লিল্লাহি তাআলা রাকাআতায় সলাতিল লায়লাতিল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শরীফাতি আল্লাহু আকবার।

এই নামায শাবানের ১৫ তারিখের রাতে একশত রাকাআত:
প্রত্যেক রাকাআতে, সুরা ফাতেহা – ১বার, সুরা এখলাস – ১১বার / ১০ বার।

প্রত্যেক দুই রাকাআত অন্তর সালাম। সালাম ফেরানোর পর সব শেষে একশত বার দরূদ শরীফ পড়ে মোনাজাত।

বিঃদ্রঃ- হযরত হাসান বাসরী (রাঃ) রসুলে পাক (সঃ) এঁর ত্রিশ জন সাহাবী হতে বর্ণনা করেন, যে ব্যক্তি এ রাতে নামায পড়ে আল্লাহ্ পাক ৭০ বার তার প্রতি দৃষ্টিপাত করেন। প্রত্যেক দৃষ্টিতে নামাযীর ৭০ টি প্রয়োজন পূর্ণ করেন। এ প্রয়োজন সমূহের মধ্যে সবচেয়ে নিম্নতর হল ক্ষমাপ্রাপ্তি।
(গুনিয়াতুত তালেবীন)

– আলহাজ মওলানা মুহাম্মাদ ওয়ালীউল্লাহ্ কাদেরী