মিলাদের মাঝে দাঁড়িয়ে সু-মধুর কয়েকটি কিয়াম ও সালাম
১। ইয়ানবী ছালাম আলায়কা, ইয়া রাসুল ছালাম আলায়কা, ইয়া হাবীব ছালাম আলায়কা, ছালাওয়াতুল্লাহ আলায়কা।
২। তুমি হে নবী নামােয়ার, বাদশা হায় দীন দুনিয়ার উম্মত সবে মােরা গােনাগার, ডাকি হে তােমায় বারে বার।
৩। উঠিল ইসলামের বাণী, ঘুচিল দুঃখ রজনী, করিল জগত নুরাণী, আমেনার নয়ন মনি।
৪। এতিম করিলা যারে বাদশাহী দিলা তাহারে আবদুল্লাহ। জীর্ণ কুটিরে, আমেনার বিবির উদরে।
৫। তুমি যে মােদেরই নবী, আমরা সকলে পাপী হাশরে তােমাকে চাহি ছালাওয়াতুল্লাহ আলাইকা।
৬। হে নবী তােমাকে ছালাম, বংশধর আছহাব তামাম। মােহাম্মদ (দঃ) তব মধুর নাম ছালাওয়া।
৭। করিলা ইসলাম প্রচার, সহিলা কত অত্যাচার, শহীদ দান্দান তােমার, করিল মক্কার কুফফার।
৮। করিলা ইসলাম প্রচার, না ধরিয়া লৌহের তলােয়ার আদর্শ দেখিয়া তােমার, ঈমান আনিল কোফ্যার।
৯। আরবের মরুর ভালাে দ্বাদশ রবিয়ালে এসগাে করি সকলে ছালাম নব হেল্লাহে।
১০। তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ও ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবিত সবই, ইয়া নবী ছালামু…..
১১। নবী না হয়ে দুনিয়ায়’ না হয়ে ফেরেস্তা খােদার, হয়েছি উম্মত তােমার, তার তরে দরুদ হাজার বার। ইয়া নবী ছালামু…..
১২। জিব্রাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দোয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার ও দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসূল সালাম আলাইকা, ইয়া হাবীব সালাম আলাইকা, সালাওয়া তুল্লাহ আলাইকা।
বসিয়া পড়ার দোয়া:
ইয়া রাব্বে ছাললে অ-ছাললেম দায়েমান আবাদান, আলা নাবীয়েকা খাইরিল খাল্লাকে কুললেহিম। বালাগাল উলা বে কামালেহী কাশাফাদ্দোজা বেজমালেহী। হাছুনাত জামিউ খিছালেহী, ছাল্লু আলাইহে ওয়া আলিহী।