দরুদে গাউসিয়া (গাউসিয়া দরূদ শরীফ)
দরুদে গাউসিয়া বাংলা উচ্চারনঃ “আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যেদেনা ওয়া মাওলানা ওয়া নাবীয়ানা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিম মা’দানিল জুদে ওয়াল কারাম। ওয়া আলা আলেহি ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া আলা সাইয়্যেদেনাল গাউসুল আযম ওয়া আলা ওয়ালাদিহি সাইয়্যেদেনা মুর্শিদেনাল মুকাররম।”
ফজিলতঃ এই দরুদে গাউসিয়া কাদেরিয়া তথা কাদেরিয়া সিলসিলায়ের যেকোনো উরস, মিলাদ, মিলাদে গাউসিয়া অথবা মহররমের মাতম/মর্সিয়া পাকে পাঠ করা হয়।
এটি একটি পূর্ণাঙ্গ দরূদ শরীফ যা তরিকতপন্থী বা বে তরিকতপন্থী বা যে কেউ পাঠ করতে পারেন। এ দরূদ শরীফের অনেক মর্তবা রয়েছে।
লেখকঃ মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী।