খাজা এনায়েতপুরীর শেখানো আমল ও ওযিফা

খাজা এনায়েতপুরীর শেখানো আমল ও ওযিফা

খাজা এনায়েতপুরীর শেখানো আমলে ছয় রকমের ফায়েজঃ

খাজা বাবা এনায়েতপুরী (রঃ) তিনার মুরিদানদের যে ওযিফা শিক্ষা দিয়েছেন,
পাঁচ ওয়াক্ত নামাযের আগে এবং পরে ৬ (ছয়) রকম ফায়েজ খেয়াল করিতে হয়। যথা:-

১। রহমতের ফায়েজ: রাত্রি দ্বিপ্রহর হইতে ফজর নামাজ এর আগ পর্যন্ত রহমতের ফায়েজ।

২। কুওয়াতে এলাহিয়ার ফায়েজ: ফজরের নামাজ এর পরে কুওয়াতে এলাহীর ফায়েজ খেয়াল করিতে হয় এবং খতম শরীফ বকশেষ করতে হইবে

খতম শরীফ নিম্নরূপঃ-

  • ১০০ বার দরূদ শরীফ
  • ৫০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
  • ১০০ বার দরূদ শরীফ।

৩। রাসূলাল্লাহ (সঃ) এর মহব্বতের ফায়েজ: যোহর নামাযের পরে মহব্বতের ফায়েজ খেয়াল করিতে হয়।

৪। তাওবার ফায়েজ: আসরের নামাজ আদায় করে তাওবার ফায়েজ খেয়াল করিতে হয়।

৫। তাওবা কবুলিয়াতের ফায়েজ: মাগরিবের নামাযের পরে তাওবা কবুলিয়াতের ফায়েজ খেয়াল করিতে হয়।

৬। রাসূল (সঃ) এর গায়রিয়াতের ফায়েজ: এশার নামাজের পরে গায়রিয়াতের ফায়েজ খেয়াল করিতে হয়।।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel