শেখ ফরিদ আউলিয়ার আশ্চর্য এক দোয়া

শেখ ফরিদ আউলিয়ার আশ্চর্য এক দোয়া

বাবা শেখ ফরিদ উদ্দিন গঞ্জশকর (রহ.) কাউকে দোয়া করার সময় বলতেন— “আল্লাহ তা’য়ালা তোমাকে মহব্বতের জ্বলন ও দহন দান করুন।

যার জন্যই এই দোয়া করতেন তিনি এই বাক্য শ্রবন করে আশ্চর্য হয়ে যেতেন যে এটা কেমন দোয়া? কিন্তু একটু নিগুঢ় ভাবে চিন্তা করলে বুঝতে পারতো যে প্রকৃতপক্ষে এটাই সর্বোৎকৃষ্ট ও বরকতময় দোয়া।

গ্রন্থসূত্রঃ- ফাওয়ায়েদুল ফাওয়াদ, (মাহবুবে ইলাহী শায়খ নিজামুদ্দিন আউলিয়া রহঃ)। [চতুর্থ মজলিস]

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel