নিজাম উদ্দিন আউলিয়ার পীরগত ও আধ্যাত্বিক বংশানুক্রম সাজরা।
পীরগত বংশানুক্রম বা সাজরাঃ
(১) হযরত মুহাম্মদ (সঃ)
(২) হযরত মওলা আলী ইবনে আবু তালিব।
(৩) হযরত সৈয়দ হোসাইন ইবনে আলী
(৪) হযরত সৈয়দ জয়নুল আবেদিন ইবনে হোসাইন
(৫) হযরত ইমাম সৈয়দ মুহাম্মদ আল বাকির
(৬) হযরত ইমাম সৈয়দ জাফর আল সাদেক
(৭) হযরত ইমাম সৈয়দ মুসা কাজেম
(৮) হযরত সৈয়দ আলী আল রিদা
(৯) হযরত সৈয়দ মুহাম্মদ আল তকি
(১০) হযরত সৈয়দ আলী আল নকি
(১১) হযরত সৈয়দ জাফর বুখারী
(১২) হযরত সৈয়দ আলী আজগর বুখারী
(১৩) হযরত সৈয়দ আবি আব্দুল্লাহ বুখারী
(১৪) হযরত সৈয়দ আহমদ বুখারী
(১৫) হযরত সৈয়দ আলী বুখারী
(১৬) হযরত সৈয়দ হোসাইন বুখারী
(১৭) হযরত সৈয়দ আব্দুল্লাহ বুখারী
(১৮) হযরত সৈয়দ আলী
(১৯) হযরত সৈয়দ আহমদ বাদায়ুনী
(২০) হযরত সৈয়দ নিজাম উদ্দিন আউলিয়া

আধ্যাত্বিক বংশানুক্রম বা সাজরাঃ
(১) হযরত মুহাম্মদ (সাঃ)
(২) হযরত মওলা আলী ইবনে আবু তালিব
(৩) হাসান -আল-বসরী
(৪) আব্দুল ওয়াহিদ বির জিয়াদ
(৫) ফুধাইল বিন ইয়াধ
(৬) ইব্রাহিম বিন আদম
(৭) হুজাইফাহ আল-মার’আশি
(৮) আবু হুবাইরাহ বসরী
(৯) মুমশাদ দিনাওয়ারী
চিশতিয়া তরিকা এরপর থেকে শুরুঃ
(১০) আবু ইশক শামি
(১১) আবু আহমদ আবদাল
(১২) আবু মুহাম্মদ বিন আবি আহমদ
(১৩) আবু ইউসুফ বিন সামান
(১৪) মাউদুদ চিশতি
(১৫) শরীফ জানদানি
(১৬) উসমান হারুনি
(১৭) মঈনুদ্দিন চিশতি
(১৮) কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
(১৯) ফরিদউদ্দিন গঞ্জেশকার
(২০) নিজামুদ্দিন আউলিয়া