হোমপেজ আধ্যাত্মিক কবিতা আধ্যাত্মিক কবিতাঃ “গান”

আধ্যাত্মিক কবিতাঃ “গান”

268

আধ্যাত্মিক কবিতাঃ “গান”

“গান”
_রাতিন আহমেদ

তুমি শুনেছিলে কি সেই গান?
যাতে বাধা এই মন প্রাণ।
তোমার ওই নামের ঘ্রাণ,
ডাকিয়া নিলো দেওথান।

ওহে, আমার দয়াল কান্ডারী।

লিখেছিলাম আমি সেই গানে,
চাইয়া মুর্শিদ তোমারও পানে,
পাগল হইছে আমার এ মনে।
দেখছোনি গো, দেখছোনি?

এ জ্বালায় যে আমি মরি।

মুর্শিদ তোমায় স্মরণ করে,
গান ধরে মন সেই সুরে,
দেওয়ানা হইলাম তোমার তরে,
ওই নাম ধরে গো, ওই নাম ধরে।

একি আজব কারবারি!

গায় এ গান শূন্য রাতিন,
কিভাবে যায় মোর রাত ও দিন,
হুজুর লুৎফর শাহ বিহীন,
বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন।