ফাইজানে ওয়াইসীয়া-২ (আধ্যাত্মিক কবিতা)
ফাইজানে ওয়াইসীয়া-২
_অয়ন সাঈদ
মানিকতলায় যে গিয়েছে পেয়েছে দিদার
যাকেই ইচ্ছে করেন রাসূলেনোমা
ফাইজানে ওয়াইসীয়া খুলেছে দ্বার
এসেছেন ফতেহ আলী ওয়াইসী
পৌঁছে গেছে আশিকজনে বাগ-ই হুব্বে রাসূল
এখনো শতাব্দী চোখে ওয়াইসী’র-
প্রতি মুহুর্ত প্রতিটি ক্রন্দন বিলাপ ভেসে আসে_
ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া
একটি মুহুর্তও যেন না দেখি
আপনাকে ছাড়া সব কিছুই প্রাণহীন স্থবির
কেননা আপনি রূহে কায়েনাত দর্পণ খোদার।