সৈয়দ মামুন চিশতীর আধ্যাত্মিক বাণী (এলহামে এলাহী)
১//
বেশ ভূষনে যার সাধুর লয়,
মনের অসাধুতে তার কি আসে যায়।
মন আমার মুচকি হেসে কয়,
সাধু কি আর বেশ ভূষণে হয়।
২//
যে যাহাকে ভালোবাসে,
সর্বদায় থাকে তাঁর চরণের আশে
পাগল বেশে গুরে পাছে পাছে
যদিও তাড়াইয়া দেয় তাহাকে।
৩//
“বেহেস্ত এবং হুরের লোভে যে করে ধর্মের উপাসন—
জগতে আর নির্বোধ নাই তার-ই মতন।”
৪//
খোদার নামে মানত করে,
খাওয়ায় পরে মানুষেরে।
একবারও কী ভাবিয়াছো মানুষ,
খোদা আছেন কার ভিতরে?
৫//
আশেকের মুহিব্বীন হয়ে,
হয়ে যাও তুমি তাঁহার প্রেমে অন্ধ।
ঐ রূপ নয়নে বাইন্ধা,
মিটায় নে তোর মনের দ্বন্ধ।
৬//
নায়েবে রাসূল বর্তমান যার,
আল্লাহ রয় সামনে তার।
রাসূল রূপে করগে জ্ঞানের আহার,
মুর্শিদ খোদা ভজে এইবার।
৭//
স্বাস্ত্রভেদ যতই পড়ি,
আপনা হতে যাই দূরে সরি।
গুরু ঘাটে বেঁধে তরী,
সদায় করো মন বিহারী।
৮//
হে মন শোন!
প্রেম-ই আমার মূলধন।
কাঙ্গাল চায় ভিক্ষা অর্থকরী,
আমি চাই ভিক্ষা প্রেম দাও হরী।
মামুনের এই দেহঘরে,
প্রেম দাও প্রভু স্তরে-বিথরে।
৯//
তুমি যতোই তাঁহার নিকটে এগোবে,
বন্ধুর অভিযোগ ততোটাই এঁটে-ধরবে তোমায়।”
১০//
বে-দলিলে আছেন সাঁই,
দলিলে তাঁর নির্ণয় নাই।
যুক্তি-তর্কে দূরে সরে যাই,
বিশ্বাস, ভক্তি, প্রেমে নিকটে পাই।
বাণী: সৈয়দ মামুন চিশতী