আমার হৃদয় চেয়েছিল এক চাঁদ (আধ্যাত্মিক কবিতা)
আমার হৃদয় চেয়েছিল এক চাঁদ
—ফরহাদ ইবনে রেহান
আমার হৃদয় চেয়েছিল এক চাঁদ,
তবু সে চাঁদ হারিয়ে যায় অন্ধকারে,
তাকে তো আমি টেনেছিলাম মনের কোণে,
কিন্তু সে তো ছিল এক পথিক, নিরুদ্দেশে।
বৃষ্টি ঝরে, মনে খোঁজে শূন্যতা,
প্রশ্ন করো, কেন চলে যায় প্রেমের সঙ্গী?
যতবার হাসি চেয়েছিল হৃদয়,
ততবার সে হাসি মেঘের পালে হারিয়ে গেছে।
ধরা দিল না তোমার স্পর্শ,
মাঝে মাঝে মনে হয়—তুমি ছিলে কি কখনো?
এ জীবন তো শুধু কষ্টের গান,
এ পথ তো আমারই, তবু কেন তোমার নিঃশ্বাস?
প্রেম, তুমি কি চাও একদিন ফিরে আসো?
আমি তো শুধু অপেক্ষা করছি—
শুধু তোমার ছায়ায় বাঁচার জন্য,
তোমার কথা শুনে, মুছতে থাকি একাকী বিষাদ!